এক নজরে ঃ- ১৯৬৪ সালে অত্র সামাজিক বন বিভাগ ( পূর্বের নাম - বন সম্প্রসারণ বিভাগ), ঢাকা সৃষ্টির পর থেকেই দেশের বনজ সম্পদ বৃদ্ধি, বৃক্ষরোপণে জন সাধারনের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং জন সাধারণকে উদ্বুদ্ধ করণে তথা দেশের সার্বিক প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র রক্ষায় গৃরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অত্র বিভাগের প্রশাসনিক কার্যক্রম ঢাকা, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায় অবস্থিত। ০৭টি স্থায়ী সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র এবং উহাদের অধীন ২৩টি উপজেলা নার্সারী কেন্দ্র অত্র বন বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতি কেন্দ্র ও উপজেলা নার্সারী সমূহে প্রতি বছর বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান চারা উত্তোলন ও জনসাধারনের চাহিদা অণুযায়ী চারা বিক্রয় করা হচ্ছে। বিগত ৮ বছরে (২০১৬-১৭ আর্থিক সাল পযর্šÍ) অত্র বিভাগে বিতরণের জন্য ...........টি চারা উত্তোলন করা হয়এবং ..........টি চারা বিক্রয় করে ................ টাকাসহ সর্বমোট .................. টাকা রাজস্ব আয় করা হয়। ইহা ছাড়াও অত্র বিভাগ, সংযোগ সড়ক, রেলপথ, বাঁধ, সড়ক ও জনপথের ধারে বিপুল পরিমান সারিবদ্ধ বাগান উত্তোলন এবং ডাকা মহানগরীর শোভা বর্ধন ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে নগর বনায়ন প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কের ধারে বা খোলা জায়গায় বনায়ন করেছে। জাতয়ি সংসদের পূর্বপ্রান্তে খেজুর বাগান সৃজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঔষধী/ভেষজ বৃক্ষের বাগান সৃজন, মিরপুরে বুদ্ধিজীবিদের কবরস্থানে চারা রোপণসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বনায়ন করা হয়েছে। বিমান বন্দর এবং ক্যান্টনমেন্ট এলাকায় বাগান সৃজনের ফলে ঢাকা শহরের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। নগরীর পার্ক, চিত্ত বিনোদন কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ভিইপি সড়কের ধারে শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS